
বেগুসরাই, ২ নভেম্বর (হি.স.): বিহারের মহাজোটই ক্ষমতায় আসবে, আত্মবিশ্বাসের সঙ্গে বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রবিবার বিহারের বেগুসরাইয়ের নির্বাচনী জনসভা থেকে লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেছেন, আমাদের মহাজোটই বিহারে ক্ষমতায় আসবে এবং আমরা আপনাদের জন্য সেরা শিক্ষার ব্যবস্থা করব। আমি আপনাদের এই ব্যক্তিগত গ্যারান্টি দিচ্ছি, যেদিন ইন্ডি জোট কেন্দ্রে ক্ষমতায় আসবে, সেদিন আমরা নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো একটি ভালো বিশ্ববিদ্যালয় খুলব। আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় খুলব যেখানে সারা বিশ্ব থেকে শিক্ষার্থীরা এসে ভর্তি হবে।
রাহুল প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, নরেন্দ্র মোদী ভোটের জন্য মঞ্চে নাচবেনও। নির্বাচনের দিন পর্যন্ত, নরেন্দ্র মোদী আপনি যা চাইবেন তাই করবেন। কারণ নির্বাচনের পরে, তিনি কেবল আদানি এবং আম্বানির জন্য কাজ করবেন। রাহুল আরও বলেন, নরেন্দ্র মোদী বলছেন বিজেপি আপনাদের সস্তায় ডেটা দিয়েছে যাতে আপনারা রিল দেখতে এবং তৈরি করতে পারেন। কিন্তু যখন আপনি ইনস্টাগ্রাম এবং ফেসবুকে রিল দেখেন, তখন আম্বানি ইন্টারনেটের টাকা পান। আম্বানি সম্পূর্ণভাবে লাভবান হন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা