পৰ্যটকদের জন্য উন্মুক্ত কাজিরঙা জাতীয় উদ্যানের মিহিমুখ প্রবেশদ্বার
কাজিরঙা (অসম), ২ নভেম্বর (হি.স.) : পৰ্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে বিশ্ব ঐতিহ্যক্ষেত্ৰ কাজিরঙা জাতীয় উদ্যানের সেন্ট্ৰাল রেঞ্জ কঁহরার প্রবেশদ্বার। আজ রবিবার সকালে বহু দেশি-বিদেশি পর্যটকদের উপস্থিতিতে স্থানীয় বিধায়ক তথা মন্ত্ৰী অতুল বরা, মন্ত্রী কেশ
দুই মন্ত্ৰী অতুল বরা ও কেশব মহন্ত, সাংসদ কামাখ্যা প্ৰসাদ তাসাদের সঙ্গে নিয়ে ফিতা কেটে কঁহরা বনাঞ্চলের প্ৰবেশদ্বার খুলছেন বনমন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোয়ারি (মধ্যে)


সাংসদ কামাখ্যা প্ৰসাদ তাসাকে সঙ্গে নিয়ে জিপ সাফারি মন্ত্রীর


কাজিরঙা (অসম), ২ নভেম্বর (হি.স.) : পৰ্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে বিশ্ব ঐতিহ্যক্ষেত্ৰ কাজিরঙা জাতীয় উদ্যানের সেন্ট্ৰাল রেঞ্জ কঁহরার প্রবেশদ্বার।

আজ রবিবার সকালে বহু দেশি-বিদেশি পর্যটকদের উপস্থিতিতে স্থানীয় বিধায়ক তথা মন্ত্ৰী অতুল বরা, মন্ত্রী কেশব মহন্ত, সাংসদ কামাখ্যা প্ৰসাদ তাসা, দরসিং রংহাং এবং বিভাগীয় শীর্ষ আধিকারিক-কর্মচারীদের সঙ্গে নিয়ে রাজ্যের পরিবেশ ও বন দফতরের মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোয়ারি মিহিমুখে আনুষ্ঠানিকভাবে লাল ফিতা কেটে কঁহরা বনাঞ্চলের প্ৰবেশদ্বার খুলেছেন। আজ থেকে জিপ এবং হাতির পিঠে চড়ে পৰ্যটকরা উপভোগ করতে পারবেন উদ্যানের মনোরম সৌন্দৰ্য।

উল্লেখ্য, ইতিমধ্যে কাজিরঙা জাতীয় উদ্যানের বাগরি, বুঢ়াপাহাড় এবং অগরাতলি বনাঞ্চলের কিছু অংশ পৰ্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। কাজিরঙা বনাঞ্চল পৰ্যটকদের জন্য আকৰ্ষণের অন্যতম কেন্দ্ৰবিন্দু, বিগ ফাইভের অন্যতম বসতিস্থল। এখন কঁহরা বনাঞ্চলের মিহিমুখ থেকে ডাফলাং হয়ে বরুণতিকা পর্যন্ত পৰ্যটকরা জিপ সাফারি করতে পারবেন।

কঁহরার প্রবেশদ্বার উন্মুক্ত করে মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোয়ারি বলেন, আজ থেকে বিদেশি পৰ্যটকদের জন্য বিভাগীয় হাতি সাফারির ব্যবস্থা করা হয়েছে। বিগত দিনে পর্যাপ্ত সংখ্যক আগত বিদেশি পৰ্যটকদের কথা ভেবে এই ব্যবস্থা করা হয়েছে। এবার গতবারের তুলনায় বিদেশি পৰ্যটকের আগমন হবে বলে আশা করছেন মন্ত্রী পাটোয়ারি।

এখানে উল্লেখ করা যেতে পারে, গত মে মাসে পৰ্যটকদের জন্য বন্ধ করা হয়েছিল কাজিরঙা জাতীয় উদ্যান। প্রতি বছর বর্ষার মরশুমে উদ্যানের দ্বার বন্ধ করে দেওয়া হয়।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande