শিমলা: ট্রাভেলার উল্টে আহত ২৯ জন
শিমলা, ২ নভেম্বর (হি.স.) : শিমলা জেলার কুমারসেন এলাকায় ডোগরা মন্ডি প্রায় শনিবার গভীর রাতে একটি ট্রাভেলার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় ২৯ জন যাত্রী আহত হয়েছেন। রবিবার এক পুলিশ আধিকারিক জানান, গাড়িটি রিকাংপিও থেকে নেপালের সীমান
শিমলা: ট্রাভেলার উল্টে আহত ২৯ জন


শিমলা, ২ নভেম্বর (হি.স.) : শিমলা জেলার কুমারসেন এলাকায় ডোগরা মন্ডি প্রায় শনিবার গভীর রাতে একটি ট্রাভেলার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় ২৯ জন যাত্রী আহত হয়েছেন।

রবিবার এক পুলিশ আধিকারিক জানান, গাড়িটি রিকাংপিও থেকে নেপালের সীমান্তের দিকে যাচ্ছিল। এতে মোট ৩১ জন যাত্রী ছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়িটি একটি মোড়ের কাছে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারায়। পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। তাদের মধ্যে ১৬ জনকে গুরুতর অবস্থায় আইজিএমসি শিমলা-তে স্থানান্তর করা হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande