
চেন্নাই, ২ নভেম্বর (হি.স.) : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে নিশানা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা দ্রাবিড় মুন্নেত্রা কাঝাগম (ডিএমকে)-এর সভাপতি এম কে স্ট্যালিন। রবিবার চেন্নাইয়ে একটি সভায় তিনি “নির্বাচনের আগে আসল ভোটার বাদ দেওয়ার কৌশল” বলে অভিহিত করেছেন এই প্রক্রিয়াকে।
সভায় স্টালিন বলেন, সঠিক ও স্বচ্ছ ভোটার তালিকা গণতান্ত্রিক নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও নির্বাচনের কয়েক মাস আগে এই ধরনের বিশেষ নিবিড় সংশোধন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে, যা প্রকৃত ভোটারদের অধিকার খর্ব করতে পারে। তিনি বিহারের উদাহরণ টেনে এই প্রক্রিয়ার অপব্যবহারের আশঙ্কা প্রকাশ করেন এবং বিরোধী দলগুলিকে একত্রিত হওয়ার আহ্বান জানান।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য