
তিরুবনন্তপুরম, ২ নভেম্বর (হি.স.): জাতীয় শিক্ষা নীতি নিয়ে তুচ্ছ রাজনীতি দেশের সাধারণ স্বার্থকে ধ্বংস করে দিয়েছে। এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
রবিবার কেরলের তিরুবনন্তপুরমে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার বলেন, বেশিরভাগ রাজ্যই পিএম শ্রী এবং জাতীয় শিক্ষানীতি গ্রহণ করেছে। জাতীয় শিক্ষানীতির মূল ধারণা হলো, প্রথমত- আপনার হাতেকলমে অভিজ্ঞতা অর্জন করা উচিত। দ্বিতীয়ত, নমনীয়তা।
সুকান্ত আরও বলেন, আমরা আমাদের শিক্ষাব্যবস্থাকে গবেষণা-ভিত্তিক এবং অভিজ্ঞতা-ভিত্তিক করার চেষ্টা করছি। ভারতের দক্ষিণাঞ্চলে, রাজনৈতিক ব্যক্তিরা ৩-ভাষা সূত্রের বিরুদ্ধে আপত্তি জানাচ্ছেন। রাজ্য সরকারের ভাষাগুলিকে সীমাবদ্ধ করার অধিকার আছে। আপনি তাদের (শিক্ষার্থীদের) দক্ষিণ ভারতীয় ভাষা নির্বাচন করার সুযোগ দিতে পারেন। কেউ কিছু চাপিয়ে দিচ্ছে না, এই ধরণের তুচ্ছ রাজনীতি দেশের সাধারণ স্বার্থকে ধ্বংস করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা