লন্ডনগামী চলন্ত ট্রেনে হামলা, আহত ১০
কেমব্রিজশায়ার, ২ নভেম্বর (হি.স.): চলন্ত ট্রেনে একের পর এক যাত্রীকে ছুরির কোপ। তার জেরে অনন্ত ১০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি, তাঁদের মধ্যে ৯ জন গুরুতর আহত বলে জানা গেছে। শনিবার রাতে কেমব্রিজশায়ারের হান্টিংডনের একটি স্টেশনে লন্ডনগামী একটি ট্রেনে ঘটনাট
লন্ডনগামী চলন্ত ট্রেনে হামলা, আহত ১০


কেমব্রিজশায়ার, ২ নভেম্বর (হি.স.): চলন্ত ট্রেনে একের পর এক যাত্রীকে ছুরির কোপ। তার জেরে অনন্ত ১০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি, তাঁদের মধ্যে ৯ জন গুরুতর আহত বলে জানা গেছে। শনিবার রাতে কেমব্রিজশায়ারের হান্টিংডনের একটি স্টেশনে লন্ডনগামী একটি ট্রেনে ঘটনাটি ঘটে। মাঝ পথে ট্রেন দাঁড় করিয়ে ঘটনায় জড়িত দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ছুরি হাতে আচমকা যাত্রীদের উপরে হামলা চালাতে শুরু করে এক ব্যক্তি। ওই ব্যক্তির সঙ্গে আরও কয়েক জন ছিল। সোশ্যাল মিডিয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার লিখেছেন, পরিস্থিতি গভীর উদ্বেগের| জখমদের পাশে রয়েছেন তিনি। সকলকে প্রশাসনের নির্দেশ মানার অনুরোধ জানিয়েছেন তিনি। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানিয়েছে, হামলাকারীদের উদ্দেশ্য স্পষ্ট নয়। পুলিশের সন্ত্রাস দমন শাখা তদন্তে সহায়তা করছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande