মানুষের এই উষ্ণতাই আমাদের সম্পদ, সমাবেশে শমীক ভট্টাচার্য
অশোক সেনগুপ্ত কলকাতা, ২ নভেম্বর (হি.স.): এই যে এত আবেগ, এর পর আমি আর কী বলব? মানুষের এই উষ্ণতাই তো আমাদের সম্পদ। শনিবার সন্ধ্যায় এভাবে এক সমাবেশে মঞ্চে ছোট্ট ভাষণ দিলেন রাজ্য বিজেপি-র সভাপতি শমীক ভট্টাচার্য। ২০১১ সালে এই সমিতির যাত্রা শুরু। ধার
মানুষের এই উষ্ণতাই আমাদের সম্পদ, সমাবেশে শমীক ভট্টাচার্য


অশোক সেনগুপ্ত

কলকাতা, ২ নভেম্বর (হি.স.): এই যে এত আবেগ, এর পর আমি আর কী বলব? মানুষের এই উষ্ণতাই তো আমাদের সম্পদ। শনিবার সন্ধ্যায় এভাবে এক সমাবেশে মঞ্চে ছোট্ট ভাষণ দিলেন রাজ্য বিজেপি-র সভাপতি শমীক ভট্টাচার্য।

২০১১ সালে এই সমিতির যাত্রা শুরু। ধারাবাহিক উৎসবের সন্ধিক্ষণে ‘কালীঘাট বহুমুখী সেবা সমিতি’-র ব্যবস্থাপনায় দক্ষিণ কলকাতার ত্যাগরাজ হলে বসেছিল এই মিলন সমারোহ। নৃত্য, গীত, আবৃত্তি প্রভৃতি নানা ধরণের সাংস্কৃতিক আয়োজনের সঙ্গে ছিল প্রীতিভোজ।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদী ছাড়াও উপস্থিত ছিলেন শমীকবাবু ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদী ছাড়াও উপস্থিত ছিলেন মীনাদেবী পুরোহিত, রাজ্য বিধানসভায় বিরোধী দলের মুখ্য সচেতক ডঃ শংকর ঘোষ, পাঁচবারের বিধায়ক তাপস রায়, অভিনেতা তথা দলের সাংস্কৃতিক শাখার প্রধান রুদ্রনীল ঘোষ, দলের ‘মিডিয়া কো-ইনচার্জ’ কেয়া ঘোষ, কাউন্সিলার বিজয় ওঝা প্রমুখ নেতৃবৃন্দ। মঞ্চে সমিতির সভাপতি তুষারকান্তি ঘোষ ও অন্যান্যরা দেবীমূর্তির প্রতিরূপ ও উত্তরীয় দিয়ে তাঁদের সম্বর্ধনা জানান।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande