
মুর্শিদাবাদ, ২ নভেম্বর (হি.স.): মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জের নিমতিতা নতুন শিবনগর রেললাইনে ট্রেনের ধাক্কায় ৩ নাবালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে তিন নাবালক ওই রেললাইনে খেলার সময় হঠাৎ দুদিক থেকে একসঙ্গে দুটি ট্রেন চলে আসে। পরিস্থিতি বুঝে ওঠার আগেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় জিসান শেখ, আরিয়ান শেখ ও রিহাত শেখ নামের তিনজনের। সকলের বয়স ৮ বছরের নীচে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ ও সামসেরগঞ্জ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বেশ কয়েকদিন ধরে পাশের আন্ডারপাসটি জল জমে বন্ধ থাকায় রেললাইনের উপর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় এলাকাবাসীকে। ঘটনায় নতুন শিবনগর গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা