
গঙ্গারামপুর, ২ নভেম্বর (হি.স.): গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীকে ভুল গ্রুপের রক্ত দেওয়ার অভিযোগ উঠল। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলল রোগীর পরিবার। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রোগীর নাম মৌসুমি মার্ডি। বাড়ি কুশমন্ডি থানা এলাকায়। গত বৃহস্পতিবার তাঁকে কুশমন্ডি গ্রামীণ হাসপাতাল থেকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। রক্তাল্পতার কারণে রোগীকে রক্ত দেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। সেই মতো গঙ্গারামপুর হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে পরিবারের লোকজন দু’জন ডোনার নিয়ে আসেন।
পরিবারের অভিযোগ, মৌসুমীর ব্লাড গ্রুপ এবি পজিটিভ। কিন্তু তাঁর শরীরে অন্য গ্রুপের রক্ত দেওয়া হয়। এর জেরে রোগীর অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। জেনারেল বেড থেকে তাঁকে স্থানান্তর করা হয় আইসিইউ-তে। পরে রেফার করা হয় মালদা মেডিকেল কলেজে। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই মহিলা। বিষয়টি সামনে আসতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা