
বিশালগড় (ত্রিপুরা), ২ নভেম্বর (হি.স.) : সিপাহীজলা জেলার বিশালগড়ে অবস্থিত পুরাতন কংগ্রেস ভবনে সম্প্রতি আগুন লাগানোর ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ওই ভবনটিতে আগুন লাগার পর তা বর্তমানে ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। রবিবার প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা অনুগামীদের নিয়ে সরজমিনে পরিদর্শনে এসে ভবটি দেখেন ও দ্রুত সংস্কারের মাধ্যমে রাজনৈতিক কার্যক্রম পুনরায় শুরু করার নিশ্চয়তা দেন।
পরিদর্শনের সময় আশীষ কুমার সাহা অভিযোগ করেন, শাসক দলের কর্মীদের তাণ্ডবের কারণে কংগ্রেস ভবনটি দীর্ঘদিন থেকে ঠিকমত খুলতে পারছেন না কর্মীরা। তিনি বলেন, “বিভিন্ন সময়ে শাসকদলের একাংশের আক্রমণের ফলে আমাদের অফিস বন্ধ রয়েছে। আমরা দ্রুত ভবনটি সারাই করে এখানে রাজনৈতিক কার্যক্রম শুরু করব।” তিনি আরও বলেন, বিশালগড়ে শাসকদলের ভেতরের গোষ্ঠী কোন্দল সাধারণ জনগণকে বিপদে ফেলছে এবং স্থানীয় কর্মীদেরও অসুবিধায় ফেলে দিচ্ছে।
প্রদেশ কংগ্রেস সভাপতি সরকারের নীতির সমালোচনা করে বলেন, “গোটা রাজ্যে শাসকদলের গোষ্ঠীকোন্দলের ফলে সাধারণ কর্মীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং তাদের পাপের দণ্ড বহন করতে হচ্ছে সাধারণ মানুষের। জনগণ জাগ্রত হলে সমস্যার সমাধান সম্ভব।”
স্থানীয় বাসিন্দারা জানান, ভবনটি পুরনো ও জরাজীর্ণ হওয়ায় আগুনের ঘটনায় তাদের মধ্যে উদ্বেগ দেখা দেয় এবং অনেকে এখনও আতঙ্কে রয়েছেন। কংগ্রেস নেতৃত্ব আশা প্রকাশ করেছেন যে প্রশাসন ও জনমতের সমর্থন পেলে দ্রুত ভবনটি মেরামত করে রাজনৈতিক কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ