সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হরিয়ানার কাছে ২৪ রানে হারল বাংলা, গ্রুপ পর্ব থেকেই বিদায়
হায়দ্রাবাদ, ৮ ডিসেম্বর হি. স.) : সৈয়দ মুস্তাক আলি ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় বাংলার। হরিয়ানার কাছে ২৪ রানে পরাজয় হল। উল্লেখ্য, আজকের খেলায় সৈয়দ মুস্তাক আলি ট্রফির সুপার লিগ পর্বে উঠতে হলে বাংলার জেতা জরুরি ছিল হরিয়ানার বিরুদ্ধে। যদিও হায
সৈয়দ মুস্তাক আলি ট্রফি - হরিয়ানার কাছে বাংলার পরাজয়


হায়দ্রাবাদ, ৮ ডিসেম্বর হি. স.) : সৈয়দ মুস্তাক আলি ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় বাংলার। হরিয়ানার কাছে ২৪ রানে পরাজয় হল। উল্লেখ্য, আজকের খেলায় সৈয়দ মুস্তাক আলি ট্রফির সুপার লিগ পর্বে উঠতে হলে বাংলার জেতা জরুরি ছিল হরিয়ানার বিরুদ্ধে। যদিও হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নক আউট হয়ে দাঁড়ানো ম্যাচে হরিয়ানার কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় বাংলার।

হরিয়ানা বাংলার সামনে জয়ের জন্য ১৯২ রানের টার্গেট রাখে। ওই রানের পিছনে তাড়া করতে নেমে ২০ ওভারে বাংলা - ১৬৭ রানেই অল আউট। অভিষেক পোড়েল - ৪৭, ঋত্বিক চট্টোপাধ্যায় - ৪৪ ও যুবরাজ কেসোয়ানি - ২৫ রান করে।

এদিন বাংলার শেষ পাঁচ উইকেট পড়েছে ২২ রানের ব্যবধানে। ১২ ওভারের শেষে স্কোর ছিল ৪ উইকেটে ১২৩। এর পর থেকেই ম্যাচের রাশ ধরে নেয় হরিয়ানা। অংশুল কম্বোজ, সুমিত কুমার, ইশান্ত ভরদ্বাজ ও সামন্ত জাখর ২টি করে উইকেট নেয়।

এর আগে, টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলা‌। হরিয়ানা ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে। নিশান্ত সিন্ধু সর্বাধিক - ৪৮ রান করে।

মহম্মদ শামি ৪ ওভারে ৩০ রানে ৪ উইকেট নিয়েছে। চলতি টুর্নামেন্টে দ্বিতীয় খেলায় ৪ উইকেট ধরে এ পর্যন্ত ৭ ম্যাচে ১৬ উইকেট নিয়ে সর্বাধিক উইকেট শিকারীদের তালিকায় তিন নম্বরে পৌঁছেছে। আকাশ দীপ ৪ ওভারে ৩২ ও প্রদীপ্ত প্রামাণিক ২ ওভারে ২০ রানে দুটি করে উইকেট নেয়। সায়ন ঘোষ ৪ ওভারে ৪৬ রান দিয়ে একটি উইকেট পায়। শাহবাজ আহমেদ ৪ ওভারে ৩২, ঋত্ত্বিক চট্টোপাধ্যায় ১ ওভারে ১৭ ও করণ লাল ১ ওভারে ১৪ রান দিয়ে, উইকেট পাননি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande