
কলকাতা, ৮ ডিসেম্বর (হি.স.) : মালদা জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার করেছে ভারত-বাংলাদেশ সীমান্ত পাহারায় নিয়োজিত বিএসএফ এবং পুলিশ। এছাড়াও অনেক টাকার জাল ভারতীয় মুদ্রা বাজেয়াপ্ত করেছে এবং দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে।
জানা গেছে, মহাদিপুর আন্তর্জাতিক স্থলবন্দরে টহল দেওয়ার সময়, বিএসএফ জওয়ানরা মোহাম্মদ রাজজোয়ান নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করে এবং প্রায় ২০,০০০ টাকার জাল ভারতীয় মুদ্রা উদ্ধার করে। বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার খড়িয়াল গ্রামের বাসিন্দা রাজজোয়ান বৈধ পাসপোর্ট এবং ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। জিজ্ঞাসাবাদের সময় তিনি দাবি করেন, পানামা বন্দরে বাংলাদেশি টাকা বিনিময় করার সময় তিনি ভুলবশত জাল ভারতীয় মুদ্রা পেয়েছিলেন। পরে তাকে ইংলিশ বাজার থানায় হস্তান্তর করা হয়।
আরেকটি অভিযানে, কালিয়াচক পুলিশ মোজামপুর সীমান্ত এলাকায় তল্লাশি চালিয়ে ৪,৪০০ কিলোগ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে, যার আনুমানিক মূল্য ১০ কোটি টাকারও বেশি। অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ একটি মোটরসাইকেলও বাজেয়াপ্ত করে এবং একটি মামলা দায়ের করা হয়েছে।
মালদার পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানিয়েছেন , সীমান্তে মাদক পাচারের তথ্য পাওয়ার পর অভিযান চালানো হয়। এদিকে, জেলার আরেকটি অভিযানে, পুলিশ মালদা রেলওয়ে স্টেশনের কাছে প্রায় ১০০ গ্রাম মাদক উদ্ধার করে এবং বৈষ্ণবনগর এলাকার বাসিন্দা আমিরুল শেখ এবং বাবর শেখকে গ্রেফতার করে। তদন্ত চলছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি