
নদিয়া, ৮ ডিসেম্বর (হি. স.): বাংলা বাঁচাও যাত্রার প্রচারে বেরিয়ে আক্রান্ত হলেন সিপিএমের একদল কর্মী। ভাঙচুর চালানো হল গাড়িতে। এমনকী বাম পতাকা, ব্যানার ছিঁড়ে দেওয়া হয় বলেও অভিযোগ।
শুধু তাই নয়, বামকর্মীদেরও মারধর করা হয় বলে অভিযোগ। যা নিয়ে রবিবার রাতে তীব্র উত্তেজনা ছড়ায় শান্তিপুরের হরিপুর অঞ্চল। অভিযোগ, এই ঘটনার সঙ্গে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জড়িত। যদিও শাসকদলের তরফে এহেন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলেও দাবি স্থানীয় নেতৃত্ব। ইতিমধ্যে শান্তিপুর থানায় সিপিআইএমের আঞ্চলিক কমিটির পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সূত্রের খবর, প্রচার অভিযান চলাকালীন হঠাৎ করেই বাম সমর্থকদের গাড়ির সামনে একাধিক টোটো দাঁড়িয়ে পড়ে। যার প্রতিবাদ করতেই শুরু হয় অকথ্য ভাষায় গালিগালাজ। শুধু তাই নয়, টোটোর চালকরা হঠাৎ করেই চালকের উপর হামলা করে বলে অভিযোগ। ভাঙচুর চালানো হয় গাড়িতেও। খুলে দেওয়া হয় গাড়িতে লাগানো ব্যানার থেকে শুরু করে দলীয় পতাকাও।
বাধা দিতে গেলে বামকর্মীদেরও বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। যা নিয়ে পরিস্থিতি একেবারে রণক্ষেত্র হয়ে ওঠে। এই অবস্থায় আশেপাশের বাড়িতে কোনরকমে বামকর্মীরা পালিয়ে প্রাণে বাঁচেন বলে বলে দাবি।
স্থানীয় তৃণমূল বুথ সভাপতি অবশ্য বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে বলেন, বিষয়টি নিছক পথ চলতি গাড়ি চালকদের বিষয়। এর মধ্যে রাজনৈতিক কোন যোগ নেই।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত