বিজয় মার্চেন্ট ট্রফিতে বাংলা অধিনায়ক রাজেশ মন্ডলের সেঞ্চুরি উপহার
ওড়িশা, ৮ ডিসেম্বর (হি. স.) : বিজয় মার্চেন্ট ট্রফিতে বাংলা অসমকে চাপে ফেলে দিল। অধিনায়ক রাজেশের শতরানের ইনিংস। চলতি বিজয় মার্চেন্ট ট্রফির অধিনায়কোচিত শতরান বাংলার অধিনায়ক রাজেশ মণ্ডলের ব্যাট থেকে মিলল প্রথম খেলায় ভুবনেশ্বরের পাতিয়া''তে কলিঙ
বিজয় মার্চেন্ট ট্রফিতে বাংলা  - অসম মুখোমুখি


ওড়িশা, ৮ ডিসেম্বর (হি. স.) : বিজয় মার্চেন্ট ট্রফিতে বাংলা অসমকে চাপে ফেলে দিল। অধিনায়ক রাজেশের শতরানের ইনিংস। চলতি বিজয় মার্চেন্ট ট্রফির অধিনায়কোচিত শতরান বাংলার অধিনায়ক রাজেশ মণ্ডলের ব্যাট থেকে মিলল প্রথম খেলায় ভুবনেশ্বরের পাতিয়া'তে কলিঙ্গ আইআইটি ক্রিকেট স্টেডিয়ামে। অসমের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড আদায় করে নিয়েছে বাংলা।

উল্লেখ্য, প্রথম ইনিংসে অসমকে গতকাল ১৫০ রানে থামিয়ে দেওয়ার পর এদিন ম্যাচের দ্বিতীয় দিনে বাংলার প্রথম ইনিংস ২৩৬ রানে শেষ হয়েছে। তার মধ্যে রাজেশ এককভাবে ২১০ বলে ১৪০ রান করে। এরর মধ্যেই রয়েছে ২০টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি। ৩০ রান আকাশ যাদবের। সর্বাধিক ৪ উইকেট আমন যাদব ঝুলিতে ভরেছে।

দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে অসম ৪১ ওভার ব্যাট করে ১/৬৬ রান তুলেছে। ১২৮ বলে ২৩ রান করে রাজেশের কাছে পরাস্ত হয়ে সাজঘরে ফিরেছে ওপেনার সুরজিৎ সাইকিয়া। আরেক ওপেনার নিহাল বৈশ্য ৪২ রানে অপরাজিত। অসম এখনও ২০ রানে পিছিয়ে। আগামীকাল ম্যাচের শেষ দিনেই যদিও বাংলা সরাসরি জয় পেতেই ঝাঁপাবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande