
কল্যাণী, ৮ ডিসেম্বর (হি. স.) : বাংলা দলের গোড়াপত্তন বেশ ভাল। সোমবার গোয়ার বিরুদ্ধে কোচবিহার ট্রফিতে গোয়ার বিরুদ্ধে এলিট গ্রুপ ডি - র শীর্ষে থাকায় বড় রানের দিকেই এগিয়ে চলেছে বাংলা। এদিন প্রথম সারির ৪ ব্যাটসম্যানের অর্ধ শতরানের ইনিংস উপহার। এর সুবাদে ৫/২৯৩ রান। সোমবার চন্দ্রহাস দাশের নেতৃত্বাধীন বাংলা দল এই মুহূর্তে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে। সুতরাং গোয়া ও বাংলার পয়েন্টের ব্যবধান রয়েছে - ৬।
কল্যাণীর বেঙ্গল ক্রিকেট আকাদেমি গ্রাউন্ডে গোয়া টসে জিতে বাংলাকে ব্যাট করতে পাঠায়। ব্যাটিং লাইন আপের প্রথম চারজন হাফ সেঞ্চুরিতে প্রথম দিনের শেষে বাংলার স্কোর ৯০ ওভারে - ৫/২৯৩ রান।
আত্মজ মণ্ডল - ৬৩ ও আদিত্য রায় - ৭৯ রান করে। ওপেনিং জুটিতে তাঁরা যোগ করে ৩৩ ওভারে ১০৮ রান। অধিনায়ক চন্দ্রহাস তিন নম্বরে নেমে ১০২ বলে ৫৫ রান করে। উইকেট রক্ষক অভিপ্রায় বিশ্বাসের অবদান ৮৯ বলে ৫৬ রান । রোহিত ছয়টি বল খেলে শূন্য রান।
এদিকে, সায়ন পাল - ৩৩ ও আশুতোষ কুমার ৫ রানে অপরাজিত। শিবেন বর্কার পেয়েছে ২টি উইকেট।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত