
হাফলং (অসম), ৮ ডিসেম্বর (হি.স.) : লামডিং-বদরপুর পাহাড় লাইনের মাইগ্রেনডিসা এবং নিউহাফলং স্টেশনের মধ্যবর্তী স্থানে জনৈক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত মৃতদেহটি ঝাড়খণ্ডের জারমুন্ডি জেলার শ্রীজামুরার বাসিন্দা জনৈক নরেশ রায় (৩০)-এর বলে পরিচয় পাওয়া গেছে।
জানা গিয়েছে, আজ সোমবার সকাল ৯.০০টা নাগাদ লামডিং-বদরপুর হিল সেকশনের মাইগ্রেনডিসা ও নিউহাফলং স্টেশনের মধ্যবর্তী ৯৩/৭-৮ কিলোমিটারে ঝাড়খণ্ডের জারমুন্ডি জেলার শ্রীজামুরার বাসিন্দা জনৈক নরেশ রায়ের মৃতদেহ উদ্ধার করেছে রেল পুলিশ। সন্দেহ করা হচ্ছে, ব্যক্তিটি চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়ায় মৃত্যু ঘটেছে।
এদিকে রেল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাফলং সিভিল হাসপাতালে পাঠিয়ে দিয়েছে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব