দিল্লি বিস্ফোরণ : ৪ দিনের এনআইএ হেফাজত মুজাম্মিল-সহ চারজনের
নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.): দিল্লির পাটিয়ালা হাউস আদালত গত ১০ নভেম্বর দিল্লি বিস্ফোরণ মামলায় ধৃত ৩ চিকিৎসক এবং এক মৌলবির এনআইএ হেফাজতের মেয়াদ চার দিন বাড়িয়েছে। এই চারজনকে ১০ দিনের হেফাজতের পর সোমবার প্রধান ও দায়রা বিচারক অঞ্জু বাজাজ চন্দনার সামন
দিল্লি বিস্ফোরণ : ৪ দিনের এনআইএ হেফাজত মুজাম্মিল-সহ চারজনের


নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.): দিল্লির পাটিয়ালা হাউস আদালত গত ১০ নভেম্বর দিল্লি বিস্ফোরণ মামলায় ধৃত ৩ চিকিৎসক এবং এক মৌলবির এনআইএ হেফাজতের মেয়াদ চার দিন বাড়িয়েছে। এই চারজনকে ১০ দিনের হেফাজতের পর সোমবার প্রধান ও দায়রা বিচারক অঞ্জু বাজাজ চন্দনার সামনে তাদের হাজির করা হলে তিনি হেফাজতের মেয়ের বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানান।

উল্লেখ্য, জাতীয় তদন্তকারী সংস্থা এখনও পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করেছে এই মামলাটি। এই বিস্ফোরণে ১৫ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। বিশেষ এনআইএ আদালত সোমবার ডাঃ মুজাম্মিল, ডাঃ আদিল, মুফতি ইরফান এবং ডাঃ শাহীন সাঈদার এনআইএ হেফাজতের মেয়াদ চার দিনের জন্য বাড়িয়েছে। তাদের দিল্লির পাটিয়ালা হাউস আদালত কমপ্লেক্সে অবস্থিত বিশেষ এনআইএ আদালতে হাজির করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande