শিলচর-সৌরাষ্ট্র ইস্ট-ওয়েস্ট করিডোর : ২৮টি গ্রামকে ক্ষতিপূরণ প্রদানে রাজ্য ক্যাবিনেটের অনুমোদন
হাফলং (অসম), ৮ ডিসেম্বর (হি.স.) : অবশেষে শিলচর-সৌরাষ্ট্র ইস্ট-ওয়েস্ট করিডোরের নিরিমবাংলো থেকে হারাঙ্গাজাও অংশে জাতীয় সড়ক কর্তৃপক্ষের (নাহাই) আরওডব্লিউর বাইরে ২৮টি ক্ষতিগ্রস্ত গ্রামের বাসিন্দাদের ক্ষতিপূরণ মিটিয়ে দিতে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার
শিলচর-সৌরাষ্ট্র ইস্ট-ওয়েস্ট করিডোর : ২৮টি গ্রামকে ক্ষতিপূরণ প্রদানে রাজ্য ক্যাবিনেটের অনুমোদন


হাফলং (অসম), ৮ ডিসেম্বর (হি.স.) : অবশেষে শিলচর-সৌরাষ্ট্র ইস্ট-ওয়েস্ট করিডোরের নিরিমবাংলো থেকে হারাঙ্গাজাও অংশে জাতীয় সড়ক কর্তৃপক্ষের (নাহাই) আরওডব্লিউর বাইরে ২৮টি ক্ষতিগ্রস্ত গ্রামের বাসিন্দাদের ক্ষতিপূরণ মিটিয়ে দিতে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার ক্যাবিনেট অনুমোদন জানিয়েছে।

শিলচর-সৌরাষ্ট্র ইস্ট-ওয়েস্ট করিডোরের ডিমা হাসাও জেলার নিরিমবাংলো থেকে হারাঙ্গাজাও অংশে জাতীয় সড়ক কর্তৃপক্ষ (নাহাই)-এর ক্ষতিপূরণের ইস্যু নিয়ে অসম মন্ত্রিসভার এই সিদ্ধান্তে সন্তোষ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। কেননা, দীর্ঘ দিন থেকে ওই ২৮টি গ্রামের বাসিন্দারা ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছেন। যার দরুন ইস্ট-ওয়েস্ট করিডোর নির্মাণকাজে সমস্যার সৃষ্টি হচ্ছিল।

উল্লেখ্য, ডিমা হাসাও জেলার নিরিমবাংলো থেকে হারাঙ্গাজাও পর্যন্ত অংশে ২৮টি গ্রামের ৮৩৪টি পরিবার সহ ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরাম গত ১১ বছর থেকে ক্ষতিপূরণের দাবিতে আন্দোলন করে আসছিল। মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা ওই ৮৩৪টি পরিবারকে ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে গতকাল রবিবার রাতে অনুষ্ঠিত অসম মন্ত্রিসভার বৈঠকে ক্ষতিগ্রস্ত ২৮টি গ্রামের ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করায় ভুক্তভোগী পরিবারগুলি খুশি।

এদিকে রাজ্য মন্ত্রিসভা ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার বিষয়ে অনুমোদন জানানোর পর ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরামের সভাপতি ডেভিড কেভম ৮৩৪টি ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার প্রতি তাঁর অটল প্রতিশ্রুতি, তাৎক্ষণিক হস্তক্ষেপ এবং জনগণের প্রকৃত দাবির প্রতি সহানুভূতির জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মন্ত্রিসভার এই সিদ্ধান্ত ১১ বছরের দীর্ঘ প্রতীক্ষার ন্যায়বিচার বলে মন্তব্য করেছেন ডেভিড।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande