
দুর্গাপুর, ৮ ডিসেম্বর (হি.স.): খাদ্যে বিষক্রিয়ার জেরে মৃত্যু হলো এক কিশোরের। মৃত কিশোরের নাম মিলন দত্ত (১৩)। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের বুদবুদ থানার অধীন সুকান্তনগরে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়|
জানা গেছে, মৃত কিশোরের বাবা মিঠুন দত্ত, মা গিতালী দত্ত ও জেঠুর মেয়ে প্রিয়া দত্তকে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃত মিলন দত্তর দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ