
বাঁকুড়া, ৮ ডিসেম্বর (হি. স.): পশুপ্রেমের এক নজির গড়ল বাঁকুড়ার ইন্দাসের সিমুলিয়া। একটি মৃত হনুমানকে শেষ বিদায় জানানো হল সম্পূর্ন হিন্দু আচার মেনে। মৃত হনুমানের গায়ে নামাবলী জড়িয়ে- মালা- চন্দন-সিঁদুর দিয়ে জানানো হয় শেষ বিদায়। হরিনাম কীর্তন করে দেহ নিয়ে গ্রাম পরিক্রমা করে সমাধিস্থ করা হয়।জানা যায়, হনুমানটি গুরুতর আহত অবস্থায় এসে ছিল বাঁকুড়ার দশরথবাটি গ্রামে। হনুমানটিকে দেখতে পেয়ে গ্রামবাসীরা তার চিকিৎসা করান। কিন্তু চিকিৎসার পরেও মৃত্যু হয় জখম হনুমানটির।গ্রামবাসীরা জানান যে মৃত হনুমানের সমাধিস্থলে মন্দির গড়ার ভাবনা রয়েছে তাদের। পূর্ণ সম্মান ও রীতি মেনে হনুমানটির শেষকৃত্য সম্পন্ন করা হয়। গ্রামবাসীরা চোখের জলে বিদায় জানান।স্থানীয়রা জানান, হনুমানটি এলাকায় এসে সকলের মন জয় করে নিয়ে ছিল। গ্রামের প্রতিটা মানুষ ভালবাসত তাকে।প্রত্যেকেই খেতে দিত তাকে। হঠাৎ করে রবিবার রাতে অসুস্থ হয়ে পড়ে মৃত্যু হয় হনুমানটির।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট