
শিলিগুড়ি, ৮ ডিসেম্বর (হি. স.) : রবিবার রাতে গোয়ার নাইট ক্লাবে আগুন লেগে মৃত্যু হয়েছে বাগডোগরার ২৪ বছরের যুবক সুভাষ ছেত্রীর। মাত্র দু’বছর আগে ওই নাইট ক্লাবে রাঁধুনির কাজে যোগ দিতে গিয়েছিলেন সুভাষ ছেত্রী। রবিবার যখন এই ঘটনা ঘটে তখন রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন সুভাষ। বাড়িতে শুধুমাত্র তার মা টঙ্কমায়া ছেত্রী রয়েছেন। গোটা ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন তার মা। সুভাষের দিদি উর্মিলা ছেত্রী জানান, খবর দেখে জানতে পারেন ভাই গুরুতর আহত। পড়ে জানা যায় ঘটনায় মৃত্যু হয়েছে তার। এই ঘটনায় ওই নাইট ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তার দিদি। তাদের অভিযোগ, ওই নাইট ক্লাবে সঠিক অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। যার ফলেই তার ভাইয়ের মৃত্যু হয়েছে। সরকারকে পুরো বিষয়টি দেখার অনুরোধও জানান তিনি।
প্রসঙ্গত, ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় গোয়ার একটি জনপ্রিয় নাইটক্লাব। এই ঘটনায় মৃত্যু হয় কমপক্ষে ২৫ জনের। এই ঘটনায় এখনও পর্যন্ত তিন সরকারি আধিকারিককে সাসপেন্ড করেছে গোয়ার সরকার। এই দুর্ঘটনায় গোয়ার মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারকে ৫ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি