
মুর্শিদাবাদ, ৮ ডিসেম্বর (হি. স.) : বেলডাঙায় হুমায়ুন কবীরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য অনুদানের বাক্স প্রায় ভরে গিয়েছে। মোট ১১টি দানবাক্স বসিয়েছিলেন হুমায়ুন। সেগুলিতে বহু মানুষ নগদ টাকা দিয়েছেন। এ ছাড়া অনলাইন মাধ্যমেও মসজিদ নির্মাণের জন্য অনেকে টাকা দিয়েছেন।
দানবাক্সের টাকা গোনার জন্য রবিবার রাতে নিয়ে আসা হয়েছে বিশেষ যন্ত্র। সোমবারও বাক্সের টাকা গোনা হচ্ছে বলে খবর।
শনিবার শিলান্যাসের দিন থেকেই বিপুল পরিমাণ টাকা জমা পড়েছে হুমায়ুন কবীরের প্রস্তাবিত মসজিদের জন্য। তার পরিমাণ এতটাই যে রবিবার বিকেল থেকে যন্ত্র এনে গোনা হচ্ছে টাকা। হুমায়ুন কবীরের রেজিনগরের বাড়িতে প্রায় চারঘণ্টা ধরে টাকা গোনা হয়। সোমবারও বিকেলের পর থেকে ফের শুরু হয় টাকা গোনার কাজ।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবীর জানান, তাঁর ডাকে সাড়া দিয়ে বহু মানুষ মসজিদের জন্য অর্থ দিচ্ছেন। ব্যাঙ্কে ইতিমধ্যেই ২ কোটি টাকার বেশি জমা পড়েছে বলে খবর। তিনি বলেন, আমার সততা নিয়ে যাতে কেউ কোনও প্রশ্ন না করতে পারে তার জন্য আমি সজাগ আছি। কাল সিসিটিভি ক্য়ামেরার সামনেই টাকা গোনার কাজ চলে। পুরো প্রক্রিয়া ফেসবুকে লাইভ করেছি।
সোমবারও বিকেলের নামাজের পর আবার টাকা গোনার কাজ শুরু হয়েছে বলে জানান তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত