যাত্রীদের ৮২৭ কোটি টাকা ইতিমধ্যেই ফেরত দেওয়া হয়েছে, জানালো ইন্ডিগো
নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.): বিমান বিভ্রাটের মধ্যেই যাত্রীদের টাকা ফেরত দেওয়া শুরু করেছে ইন্ডিগো বিমান সংস্থা। সোমবার ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের ৮২৭ কোটি টাকা ইতিমধ্যেই ফেরত দেওয়া ডগহয়েছে। সোমবার ইন্ডিগো জানিয়েছে, ৮২৭ কোটি টাকা
যাত্রীদের ৮২৭ কোটি টাকা ইতিমধ্যেই ফেরত দেওয়া হয়েছে, জানালো ইন্ডিগো


নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.): বিমান বিভ্রাটের মধ্যেই যাত্রীদের টাকা ফেরত দেওয়া শুরু করেছে ইন্ডিগো বিমান সংস্থা। সোমবার ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের ৮২৭ কোটি টাকা ইতিমধ্যেই ফেরত দেওয়া ডগহয়েছে।

সোমবার ইন্ডিগো জানিয়েছে, ৮২৭ কোটি টাকা ইতিমধ্যেই ফেরত দেওয়া হয়েছে এবং বাকিগুলি ১৫ ডিসেম্বর পর্যন্ত বাতিলকরণের প্রক্রিয়াধীন।। ৪৫০০-এরও বেশি ব্যাগ সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং আমরা আগামী ৩৬ ঘণ্টার মধ্যে বাকি টাকা পৌঁছে দেওয়ার চেষ্টায় রয়েছি।

এদিকে, ডিজিসিএ-কে শোকজ নোটিশের জবাব দিয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ। সম্প্রতি ইন্ডিগো বিমান সংস্থার বিঘ্নিত পরিষেবা ও উড়ান বাতিলের কারণ দর্শানোর জন্য শোকজ নোটিশ দিয়েছিল ডিজিসিএ। সেই শোকজ নোটিশের জবাব পেয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ)। সোমবার বিকেল ৪টে নাগাদ ইন্ডিগো সিইও এবং সিওও উভয়ের স্বাক্ষরিত জবাব জমা দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande