
টোকিও, ৮ ডিসেম্বর (হি. স.) : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। সোমবার জাপানের উত্তর উপকূলে আঘাত হেনেছে ৭.৬ মাত্রার ভূমিকম্প। এই কম্পনের জেরে উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ ৪০ সেন্টিমিটার উচ্চতার সুনামি আছড়ে পড়েছে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা।
জানা গিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জাপানের হোনশু দ্বীপের উত্তরতম প্রদেশ আওমোরি-র ঠিক পূর্বে এবং হোক্কাইডো দ্বীপের সামান্য দক্ষিণে। এই ভূমিকম্পের দরুন হোক্কাইডো প্রদেশের উরাকাওয়া শহর এবং আওমোরি প্রদেশের মুতসু ওগাওয়ারা বন্দরে ৪০ সেন্টিমিটার উচ্চতার সুনামি আঘাত হেনেছে।আওমোরির হাচিনোহে শহরের একটি হোটেলে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে।
এদিন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সাংবাদিকদের কাছে সংক্ষিপ্ত মন্তব্যে জানান, ক্ষয়ক্ষতির মাত্রা দ্রুত নির্ণয়ের জন্য সরকার একটি জরুরি টাস্ক ফোর্স গঠন করেছে। তিনি বলেন, “আমরা মানুষের জীবনকে অগ্রাধিকার দিচ্ছি এবং আমাদের সাধ্যমতো সবকিছু করছি।” এই অঞ্চলের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতেও নিরাপত্তা পরীক্ষা চালানো হচ্ছে।
শক্তিশালী ভূমিকম্প এবং সুনামির কারণে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু হয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বলে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি