
হাফলং (অসম), ৮ ডিসেম্বর (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ের অন্তৰ্গত উমরাংসোর ক্ৰুংমিং সংরক্ষিত বনাঞ্চলে জিপ সাফারির উদ্বোধন করেছেন উত্তর কাছাড় পাৰ্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কাৰ্যনিৰ্বাহী সদস্য দেবোলাল গার্লোসা।
কাজিরাঙার মতো ডিমা হাসাও জেলায় দেশ-বিদেশ থেকে বেড়াতে এসে পৰ্যটকরা জিপ সাফারির আনন্দ উপভোগ করতে পারবেন। ক্ৰুংমিং সংরক্ষিত বনাঞ্চলে উদ্বোধিত জিপ সাফারি প্ৰকৃতিপ্ৰেমী এবং ডিমা হাসাও জেলায় আগত পৰ্যটকদের জন্য অত্যন্ত আনন্দদায়ক হবে। হাতি, হুলক গিবন সহ বিভিন্ন প্ৰজাতির বন্যপ্ৰাণী এবং দৃষ্টিনন্দন জলপ্ৰপাতের মতো মনোরম দৃশ্য উপভোগ করবেন পৰ্যটকরা।
১২৪.৪২ বৰ্গমিটার সংবলিত সংরক্ষিত বনাঞ্চলেরর জৈব-বৈচিত্ৰ্যের সাথে নৈসর্গিক প্রাকৃতিক স্থান, উদ্ভিদ এবং প্ৰাণী জগতের নিখুঁত মিশ্ৰণ প্ৰকৃতিপ্ৰেমীদের জন্য এক গন্তব্য স্থল হয়ে উঠবে। তাছাড়া উমরাংসোর খানডং অসম-মেঘালয় সীমান্তের কাছে পৰ্যটকদের জন্য একটি ভিউ পয়েন্টের উদ্বোধন করা হয়েছে, যা পৰ্যটকদের জন্য প্ৰাকৃতিক সৌন্দর্য উপভোগ করা এবং কিছু মহাকাব্যিক ছবি ধরে রাখতে এক উত্তম স্থান হিসেবে পরিগণিত হবে, বলেছেন উত্তর কাছাড় পাৰ্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কাৰ্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা।
গর্লোসা বলেন, অসমের ডিমা হাসাও জেলার উমরাংসো তিন কিলোতে একটি নতুন পৰ্যটন হটস্পট দ্ৰুতগতিতে গড়ে উঠেছে। এই হটস্পট মিনি থাইল্যান্ড নামে পরিচিত। গত দুবছর ধরে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ এবং জেলা পর্যটন বিভাগ এই স্থানটিকে জেলায় আগত পৰ্যটকদের জন্য অন্যতম উন্নত গন্তব্যস্থলে রূপান্তরিত করার লক্ষ্যে নিরন্তর বিকাশ এবং প্ৰস্তুতি চালিয়ে আসছে। অবিলম্বে মিনি থাইল্যান্ড হিসেবে পরিচিতি লাভ করা প্রস্তাবিত এই পৰ্যটনস্থলকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়ে দেবোলাল বলেন, পৰ্যটকরা এখানে এসে অন্বেষণ, আরাম এবং অপরূপ সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাবেন।
এছাড়া তিন কিলো ডিমা হাসাও জেলার অন্যতম শ্ৰেষ্ঠ পৰ্যটন আকৰ্ষণ হিসেবে পরিগণিত হবে বলে জানান দেবোলাল গার্লোসা। তাই তিনি এখানকার অনন্য মনোরম দৃশ্য উপভোগ করতে পৰ্যটকদের ডিমা হাসাও জেলায় আসার জন্য আহ্বান জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব