
নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.) : পাকিস্তান এবং গণতন্ত্র একসাথে চলতে পারে না। পাকিস্তানে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবাস এবং তাকে ঘিরে চলা রাজনৈতিক আন্দোলনকে কটাক্ষ করে মন্তব্য ভারতের।
পাকিস্তানের চলমান ঘটনা সম্পর্কে প্রশ্নের উত্তরে, বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তানের গণতন্ত্র নিয়ে যতই বলি ততটাই কম। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবাস এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কে প্রশ্নের উত্তরে, তিনি বলেন যে ভারত প্রতিবেশী দেশটির প্রতিটি বিষয় খুব নিবিড় ভাবে পর্যবেক্ষণ করে। তিনি আরও বলেন, পাকিস্তানে গণতন্ত্র দুর্বলতার বিষয়ে, যত কথাই বলি যথেষ্ট হবে না। পাকিস্তান এবং গণতন্ত্র একসাথে চলতে পারে না।
পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ভারত আফগানিস্তানের আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে দৃঢ়ভাবে সমর্থন করে। তিনি বলেন, আমরা সীমান্তে সংঘর্ষের খবর পেয়েছি যেখানে বেশ কয়েকজন আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আমরা নিরীহ আফগানদের উপর এই ধরনের হামলার নিন্দা জানাই।
হিন্দুস্থান সমাচার / সোনালি