
কোচবিহার, ৮ ডিসেম্বর (হি. স.) : কোচবিহার সীমান্ত কড়া নজর রাখতে হবে। সোমবার কোচবিহারে প্রশাসনিক বৈঠকে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর কথায়, ‘এখানে কারও মাতব্বরি চলবে না। এলাকা শান্ত রাখতে হবে।’
পাশাপাশি এদিন ফের এসআইআর ইস্যুতে বলতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে। বৈঠকে মমতা বলেন, ‘আমরা মানুষে মানুষে ভেদাভেদ করি না। ১৯৭১-এর মার্চ পর্যন্ত যাঁরা এসেছিলেন, তাঁরা বৈধ নাগরিক’। তিনি বলেন, ‘বাংলায় ডিটেনশন ক্যাম্প খুলতে দেব না। অসম সরকারের ক্ষমতা নেই বাংলায় চিঠি পাঠানোর।’ ভারতের নাগরিক হওয়া সত্ত্বেও কেন পুশব্যাক? এদিন বৈঠকে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী।
মমতার কথায়, ‘এসআইআরের (এসআইআর) কাজ নিয়ে ব্যস্ত, উন্নয়নের কাজ হচ্ছে না। এসব চলবে না। উন্নয়নের কাজ নিয়মিত করতে হবে।’ এদিন পুলিশকে সক্রিয় হতেও পরামর্শ দেন মমতা। তিনি বলেন, ‘রাজ্য পুলিশকে এতো ভীতু হলে চলবে না।’ এদিন প্রশাসনিক বৈঠক শেষ করে মদনমোহন বাড়িতে পুজো দিতে যান মুখ্যমন্ত্রী।
হিন্দুস্থান সমাচার / সোনালি