পঞ্জাব কংগ্রেসের সিদ্ধান্ত, দল থেকে বরখাস্ত নভজ্যোৎ কৌর সিধু
চন্ডীগড়, ৮ ডিসেম্বর (হি.স.): পঞ্জাব কংগ্রেস সোমবার নভজ্যোত কৌর সিধুকে দল থেকে সাসপেন্ড করেছে। তিনি দাবি করেছিলেন, পঞ্জাবে দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে চাইলে তাঁকে ৫০০ কোটি টাকার স্যুটকেস দিতে হবে। এই মন্তব্যের প্রেক্ষিতেই সিধুর স্ত্রীকে দল থেকে
পঞ্জাব কংগ্রেসের সিদ্ধান্ত, দল থেকে বরখাস্ত নভজ্যোৎ কৌর সিধু


চন্ডীগড়, ৮ ডিসেম্বর (হি.স.): পঞ্জাব কংগ্রেস সোমবার নভজ্যোত কৌর সিধুকে দল থেকে সাসপেন্ড করেছে। তিনি দাবি করেছিলেন, পঞ্জাবে দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে চাইলে তাঁকে ৫০০ কোটি টাকার স্যুটকেস দিতে হবে। এই মন্তব্যের প্রেক্ষিতেই সিধুর স্ত্রীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

কংগ্রেসের পঞ্জাব প্রদেশ সভাপতি অমরিন্দর সিং এক নির্দেশিকায় জানিয়েছেন, নভজ্যোত কৌর সিধুকে অবিলম্বে দল থেকে বরখাস্ত করা হচ্ছে। দলের প্রাথমিক সদস্যপদ থেকে তাঁকে সাসপেন্ড করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande