
পূর্ব বর্ধমান, ৮ ডিসেম্বর (হি.স.): বর্ধমানের তালিতে রেল অবরোধ করলেন স্থানীয় কিছু বাসিন্দা ও যাত্রীরা। তাঁদের দাবি, রেলগেট দীর্ঘক্ষণ বন্ধ করে রাখার ফলে যানজট বাড়ে। উড়ালপুল নির্মাণের কাজ নিয়েও ক্ষোভ জানান তাঁরা। রেলের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। অবরোধের ফলে বর্ধমানের আশপাশের স্টেশনে একাধিক ট্রেন আটকে পড়েছে।
যাত্রীদের অভিযোগ, জাতীয় সড়কের পাশে গুরুত্বপূর্ণ রেলগেট। বহু মানুষ এই রেলগেট পার করে যাতায়াত করেন। অথচ সকাল-সন্ধে ইচ্ছেমতো গেট বন্ধ করে রাখা হয় বলে অভিযোগ তাঁদের। এ দিনও সেই ঘটনাই ঘটে বলে জানান বিক্ষোভকারীরা। তাঁরা বলেন, ‘অনেক দিন ধরেই গেট নিয়ে সমস্যা হচ্ছে। আজ দুপুর ১২টা ৩৫ মিনিট নাগাদ রেলগেট ফেলা হয়। প্রায় এক-দেড় ঘণ্টা ধরে তা ফেলে রাখা হয়। তাই অবরোধ করেছি।’
অভিযোগ, একটি মালগাড়ি আসছে ঘোষণা করে রেলগেট ফেলা হলেও দীর্ঘ সময় তা তোলা হয়নি। আসানসোল থেকে বর্ধমানের দিকে ট্রেন আসছিল। গাড়িটি অনেকক্ষণ সিগন্যালে দাঁড়িয়ে ছিল, রেলগেটও ফেলা ছিল, অভিযোগ যাত্রীদের। এর পরেই লাইনে নেমে বিক্ষোভ দেখান যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জিআরপি।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ