
হলদিয়া, ৮ ডিসেম্বর (হি. স.) : ন্যায্য অধিকারের দাবিতেই শ্রমিকদের রিলে প্রথায় ধর্না ও অবস্থান কর্মসূচি সোমবার চলছে। এর পরিপ্রেক্ষিতেই আই.এন.টি.টি.ইউ.সি অনুমোদিত এস.বি.এস.টি.সি. এমপ্লয়িজ আ্যসোসিয়েশনের তরফেও জানানো হয়েছে যে, শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবিতেই এই অবস্থান কর্মসূচি। আগামী ১০ ডিসেম্বর থেকে দূর্গাপুর হেড অফিসে রিলে ধর্না অবস্থান কর্মসূচীর সূচনা হবে। এদিন হলদিয়া ডিপোতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
ওই সভায় উপস্থিত ছিলেন এস.বি.এস.টি.সি এমপ্লয়িজ এসোসিয়েশনের কেন্দ্রীয় নেতৃত্ব এ.আর.হাজারী,
এস.বি.এস.টি.সি এমপ্লয়িজ আ্যসোসিয়েশন হলদিয়া ডিপো ইউনিটের সভাপতি অর্নব দেবনাথ, সম্পাদক অনুপ কুমার দাস, সহ - সম্পাদক গৌতম কাজলি এছাড়াও অনান্য নেতৃত্ব।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত