
কলকাতা, ৮ ডিসেম্বর, (হি.স.): পশ্চিমবঙ্গে এসআইআর পর্বে জমা না পড়া আবেদনপত্রের সংখ্যা বেড়ে হল ৫৬ লক্ষ ৩৭ হাজার ৭৩১। আর সেই হিসেবে কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী সোমবার বিকেল পর্যন্ত মৃত ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩ লক্ষ ৯৮ হাজার ৩৪৫।
এখন ভোটারদের মনে প্রশ্ন উঠতে পারে, এই জমা না পড়া আবেদনপত্র বলতে ঠিক কাদের কথা বলা হচ্ছে? কমিশন আগেই জানিয়েছিল, যারা মৃত, পাওয়া যায়নি বা অনুপস্থিত, বা
আগে নাম ছিল অথচ স্থায়ীভাবে সরে গিয়েছেন, এবং অন্যান্যদের মিলিয়ে এই ‘আন-কালেক্টেবল’। অর্থাৎ খসড়া তালিকায় এদের নাম থাকবে না।
দেখে নেওয়া যাক কমিশনের দেওয়া পরিসংখ্যান— স্থানান্তরিত ভোটার- ১৯ লক্ষ ৬৪ হাজার ৬২৯, নিখোঁজ ভোটার- ১০ লক্ষ ৯৪ হাজার ৭১০, ডুপ্লিকেট ভোটার- ১ লক্ষ ৩২ হাজার ২১৫, অন্যান্য- ৪৭ হাজার ৮৩২।
কমিশনের বক্তব্য, যেহেতু এখনও একাধিক জেলায় এখনও জমা না পড়া আবেদনপত্রের
সংখ্যা আপলোড করা হচ্ছে না, তাই আসল সংখ্যা পাওয়া যাচ্ছে না। যে কারণে বেশ কয়েকজন বিএলও-র কাজের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন দিল্লির নিয়োগ করা বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত।
কমিশন খবর পেয়েছে, অনেক জায়গায় তিনবার করে যাওয়ার পরেও চূড়ান্ত তালিকা আপলোড করতে দেরি করছেন বেশ কিছু বিএলও। এমনও খবর পাওয়া গিয়েছে যে স্থানীয় প্রশাসনের কর্তারাই নাকি বিএলও-দের বলছেন এখন কিছু আপলোড করার দরকার নেই, একেবারে শেষ মুহূর্তে যখন বলা হবে তখন করলেও হবে। যা নিয়ে তিনি অত্যন্ত বিরক্তি প্রকাশ করেন। ঘুরিয়ে জানতেও চেয়েছিলেন, ঠিক কার নির্দেশের অপেক্ষা করছেন বিএলও-রা?
কমিশনের বক্তব্য, এই আপলোডের প্রক্রিয়া যত তাড়াতাড়ি মিটবে, তত স্পষ্ট হবে বাংলার মৃত ভোটারের আসল সংখ্যা।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত