
নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স): মুর্শিদাবাদে মসজিদের শিলান্যাস প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য। তিনি বলেন, সকাল থেকে রাত পর্যন্ত তৃণমূল কংগ্রেস কেবল বাবরি মসজিদ ভাঙা নিয়েই কথা বলে। প্রতি বছর ৬ ডিসেম্বর তাঁরা একটি নির্দিষ্ট সম্প্রদায়কে বলে যে তাঁরা সেই সম্প্রদায়ের পাশে রয়েছে। এটি পাকিস্তানের মতো ষড়যন্ত্র। একজন পাকিস্তানি নেতা বলেছিলেন, এক মাসের মধ্যে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এটাই ঘটছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভাজনমূলক রাজনীতি এর জন্য দায়ী। এটি 'বাবর রাজ' প্রতিষ্ঠার জন্য তৃণমূল কংগ্রেসের এজেন্ডা।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা