ভারতের আখ উৎপাদন ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে : শিবরাজ চৌহান
নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.): কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছে, ২০১৪ সাল থেকে ভারতে আখ উৎপাদন ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সোমবার নতুন দিল্লিতে কৃষি ব্যবসা শীর্ষ সম্মেলন ২০২৫-এ ভাষণ দিতে গিয়ে মন্ত্রী বলেন, সরকার কৃষকদের
শিবরাজ চৌহান


নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.): কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছে, ২০১৪ সাল থেকে ভারতে আখ উৎপাদন ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সোমবার নতুন দিল্লিতে কৃষি ব্যবসা শীর্ষ সম্মেলন ২০২৫-এ ভাষণ দিতে গিয়ে মন্ত্রী বলেন, সরকার কৃষকদের তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য একটি বিধান চালু করেছে। কৃষিমন্ত্রী চৌহান ১ হেক্টরের কম জমির ছোট জমির জন্য সমন্বিত কৃষি মডেল, মূল্য সংযোজন, মাছ ও গবাদি পশুর বৈচিত্র্যকরণ এবং জৈব-উৎপাদনের উপর কঠোর নিয়ন্ত্রণের উপর জোর দিয়েছেন, যার ফলে ৩০ হাজার থেকে কমিয়ে মাত্র ৮ হাজার অনুগত উৎপাদক তৈরি করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, উদ্যান ফসলের জন্য, যদি হার একটি নির্দিষ্ট সীমার নিচে নেমে যায়, তাহলে সরকার মডেল রেট এবং বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য সরাসরি কৃষকের অ্যাকাউন্টে জমা করবে। চৌহান তুলে ধরেছেন, কৃষকরা বিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ অনুশীলনকারী। তিনি কৃষকদের জন্য উচ্চমানের এবং সঠিক উপকরণের আহ্বান জানিয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande