“প্রতিষ্ঠানবিরোধী হাওয়া স্পষ্ট”, দাবি শুভেন্দুর
কলকাতা, ৮ ডিসেম্বর (হি. স. ) : “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যজুড়ে উন্নয়নের গল্প শোনালেও বাস্তবে তাঁর সরকারের প্রতি মানুষের আস্থা উঠে গেছে এবং বর্ণ–ধর্ম নির্বিশেষে প্রতিষ্ঠানবিরোধী হাওয়া স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।” সোমবার এই দাবি করেন বির
শুভেন্দু অধিকারী


কলকাতা, ৮ ডিসেম্বর (হি. স. ) : “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যজুড়ে উন্নয়নের গল্প শোনালেও বাস্তবে তাঁর সরকারের প্রতি মানুষের আস্থা উঠে গেছে এবং বর্ণ–ধর্ম নির্বিশেষে প্রতিষ্ঠানবিরোধী হাওয়া স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।” সোমবার এই দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সাংবাদিক বৈঠকে রাজ্য নানা দুর্নীতির বিষয়ে বক্তব্য রেখে তিনি বলেন, এই হতাশাজনক পরিস্থিতি ঢাকতে মুখ্যমন্ত্রী অবসরের পর বাড়তি সময় ধরে থাকা মুখ্যসচিব মনোজ পন্থের মাধ্যমে জেলা ও ব্লক প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যে বাড়ি, রাস্তা, জল সরবরাহ এবং ‘আমার পাড়া—আমাদের সমাধান’ প্রকল্পে কাজ হোক বা না হোক, প্রচার বাড়াতেই হবে। যাতে নির্বাচনকে সামনে রেখে কৃতিত্বের মিথ্যা চিত্র তৈরি করা যায়।

শুভেন্দু অধিকারী বলেন, কয়েকদিন আগে তিনি রাজ্য সরকারের ৯১১৪টি প্রকল্পে ৭০০০ কোটি টাকার টেন্ডার জোর করে করানোর বিরুদ্ধে সতর্ক করেছিলেন। কারণ মাত্র ৭০০ কোটি টাকার প্রকৃত বরাদ্দ রেখেই ঠিকাদারদের দিয়ে কাজ শুরু করানো হচ্ছে।

এই সব কাজের অধিকাংশেরই ভবিষ্যতে আইনত বৈধ থাকবে না, কারণ ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহের পর যে কোনও দিন নির্বাচনী আচরণবিধি কার্যকর হয়ে যাবে। তখন এই সব প্রকল্পের অর্থপ্রদান নিশ্চিত করা অসম্ভব হবে। মিথ্যা সর্বস্ব প্রচারের পর্দাফাঁস করে তিনি মানুষকে আহ্বান জানান যাতে তৃণমূলের এইসব প্রচারসর্বস্ব বৈঠকগুলিতে মানুষজন গিয়ে প্রশ্ন তুলতে পারে, তৃণমূলের অসম্পূর্ণ কাজের বিষয়ে প্রশ্ন তুলতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande