বন্দে মাতরম নিয়ে সংদে আলোচনায় প্রতিক্রিয়া তৃণমূলের
নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.): জাতীয় স্তোত্র বন্দে মাতরমের সার্ধশতবর্ষ উপলক্ষে সোমবার লোকসভায় বিশেষ আলোচনা হয়। এই আলোচনার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আলোচনা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় বলেন, আমাদের এটা মোটেও পছন্দ হয়নি।
বন্দে মাতরম নিয়ে সংদে আলোচনায় প্রতিক্রিয়া তৃণমূলের


নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.): জাতীয় স্তোত্র বন্দে মাতরমের সার্ধশতবর্ষ উপলক্ষে সোমবার লোকসভায় বিশেষ আলোচনা হয়। এই আলোচনার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আলোচনা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় বলেন, আমাদের এটা মোটেও পছন্দ হয়নি। এটা একটা ভালো ইস্যু ছিল। কিন্তু তারা কংগ্রেসের বিরুদ্ধে কথা বলে তাদের সময় নষ্ট করেছে।

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আলোচনাটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হয়েছিল। আলোচনাটি ছিল বন্দে মাতরমের জন্য, জওহরলাল নেহেরু বা ইন্দিরা গান্ধীকে আক্রমণ করার জন্য নয়। কেবল প্রধানমন্ত্রী মোদী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহই নন, বিজেপির লোকেরাও বাঙালি বিদ্বেষী। তারা বাঙালি পছন্দ করে না, কিন্তু তারা বাংলা চায়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande