
বাঁকুড়া, ৮ ডিসেম্বর (হি.স.) : স্কুলের এক ছাত্রের মাকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ তুলে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা।
অভিযোগ উঠেছে সিমলাপাল ব্লকের লক্ষণপুর সম্মিলনী বিদ্যামন্দিরের এক শিক্ষকের বিরুদ্ধে। ছাত্রছাত্রীদের অভিযোগ, রবিবার ওই বিদ্যালয়ের কম্পিউটার বিভাগের শিক্ষক তার গ্রামের এক ছাত্রের মাকে নিয়ে পালিয়ে যান। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই বিদ্যালয়ের মূল গেটে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র-ছাত্রীরা।
একদিকে ফাইনাল পরীক্ষা, অন্যদিকে বিক্ষোভ। এই দুই নিয়ে চরম বিশৃঙ্খলা তৈরি হয় বিদ্যালয় চত্বরে। ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের দাবি, অভিযুক্ত শিক্ষককে অবিলম্বে বহিষ্কার করতে হবে। ছাত্রদের বক্তব্য, যিনি শিক্ষা দেন, তার চরিত্র নিয়েই প্রশ্ন উঠলে কি শিখবে ছাত্রছাত্রীরা।এই ঘটনার খবর পেয়ে সিমলাপাল থানার পুলিশ স্কুলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। পুলিশের আশ্বাসে ছাত্রছাত্রীরা বিক্ষোভ তুলে নিলে আবার স্বাভাবিক হয় ক্লাস।
অন্যদিকে অভিযুক্ত শিক্ষকের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর ফোনও সুইচ অফ রয়েছে। ছাত্রছাত্রীদের দাবি, দ্রুত ব্যবস্থা নিয়ে তাঁকে বিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট