বুদবুদে খাবারে বিষক্রিয়ায় মৃত ছেলে, অসুস্থ মা-বাবা-দিদি, তদন্তে পুলিশ
দুর্গাপুর, ৮ ডিসেম্বর (হি. স.) : খাবারে বিষক্রিয়ায় মৃত্যু হল ছেলের। গুরুতর অসুস্থ মা-বাবা ও দিদি ভর্তি হাসপাতালে। সোমবার ঘটনাকে ঘিরে রহস্যের দানা বেঁধেছে বুদবুদের সুকান্ত নগরে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তে তলব করা হল ফরেন্সিক টিম। পুলিশ
বুদবুদে খাবারে বিষক্রিয়ায় মৃত ছেলে, অসুস্থ মা-বাবা-দিদি, তদন্তে পুলিশ


দুর্গাপুর, ৮ ডিসেম্বর (হি. স.) : খাবারে বিষক্রিয়ায় মৃত্যু হল ছেলের। গুরুতর অসুস্থ মা-বাবা ও দিদি ভর্তি হাসপাতালে। সোমবার ঘটনাকে ঘিরে রহস্যের দানা বেঁধেছে বুদবুদের সুকান্ত নগরে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তে তলব করা হল ফরেন্সিক টিম।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম মিলন দত্ত (১৩)। অসুস্থ তার বাবা মিঠু দুত্ত, মা গিতালি দত্ত ও জ্যাঠতুতো দিদি পিয়া দত্ত৷ ঘটনায় পরিবার সূত্রে জানা গেছে, আক্রান্ত পরিবারটি নিরামিষ ভোজী। রবিবার মৃতের মাসি তাদের বাড়িতে এসেছিল। এদিন সকালে বাড়িতে বেগুন ভর্তা, তড়কা ভাত খেয়েছিল। তারপরই পেটে ব্যাথা ও পায়খানা শুরু হয় পরিবারের সকলের। রাত্রে পরিস্থিতির অবনতি হওয়ায় স্থানীয় চুকিৎসকের কাছে চিকিৎসা করিয়ে ঔষধ খায়। পরিদিন অর্থাৎ সোমবার সকালে সকলের শারিরিক অবস্থার আরও অবনতি হয়। পরিবারের একমাত্র ছেলে মিলনের পায়খানার সঙ্গে বমি শুরু হওয়ায়, তাকে মানকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা মিলনকে মৃত বলে ঘোষনা করে। আশঙ্কাজনক অবস্থায় বাকি তিনজনকে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করে আশপাশের লোকজন। এদিকে গোটা ঘটনায় বিস্তর রহস্যের দানা বেঁধেছে। মৃতের বাবা মিঠু দত্ত পেশায় ব্যাবসায়ী। বুদবুদ কৃষকবাজারে চা'য়ের দোকান রয়েছে। পুলিশ জানিয়েছে, বাড়িটি সিল করা হয়েছে। খাবারের নমুনা সংগ্রহ ও তদন্তের জন্য ফরেন্সিক টিমকে খবর দেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande