সশস্ত্র বাহিনী পতাকা দিবসে আগরতলায় তহবিল সংগ্রহ সৈনিক বোর্ড ও এনসিসি-এর
আগরতলা, ৮ ডিসেম্বর (হি.স.) : সশস্ত্র বাহিনী পতাকা দিবস উপলক্ষ্যে সোমবার রাজধানী আগরতলায় তহবিল সংগ্রহ অভিযানে নামে সৈনিক বোর্ডের সদস্যরা। তাঁদের সঙ্গে যুক্ত হয় এনসিসি ক্যাডেটরাও। শহরের বিভিন্ন পথ ঘুরে তাঁরা এদিন তহবিল সংগ্রহ করেন। প্রতি বছর ৭ ডিস
তহবিল সংগ্রহ অভিযান


আগরতলা, ৮ ডিসেম্বর (হি.স.) : সশস্ত্র বাহিনী পতাকা দিবস উপলক্ষ্যে সোমবার রাজধানী আগরতলায় তহবিল সংগ্রহ অভিযানে নামে সৈনিক বোর্ডের সদস্যরা। তাঁদের সঙ্গে যুক্ত হয় এনসিসি ক্যাডেটরাও। শহরের বিভিন্ন পথ ঘুরে তাঁরা এদিন তহবিল সংগ্রহ করেন।

প্রতি বছর ৭ ডিসেম্বর সশস্ত্র বাহিনীর বীর শহিদ ও দেশের সেনানিদের স্মরণে পালন করা হয় সশস্ত্র বাহিনী পতাকা দিবস। ১৯৪৯ সাল থেকে এই দিবস উদযাপনের প্রচলন রয়েছে। এবছর ৭ ডিসেম্বর রবিবার হওয়ায় সোমবার রাজধানীতে আয়োজন করা হয় তহবিল সংগ্রহ অভিযান।

এনসিসি-এর এক আধিকারিক জানান, সংগৃহীত তহবিল প্রাক্তন সেনা ও শহিদ পরিবারের কল্যাণে ব্যয় করা হবে। দেশের নিরাপত্তায় আত্মোৎসর্গকারী সৈনিকদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানাতে দেশজুড়ে দিনটি নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হচ্ছে।

রাজধানীতে সৈনিক বোর্ড ও এনসিসি ক্যাডেটদের তহবিল সংগ্রহ অভিযান ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande