
আগরতলা, ৮ ডিসেম্বর (হি.স.) : পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ প্রদানে অনিয়ম ও বিলম্বের প্রতিবাদে জনজাতি কল্যাণ দফতরে স্মারকলিপি জমা দিল ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশন (টিএসএফ)। সোমবার সংগঠনের এক প্রতিনিধি দল দফতরের অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত বৃত্তি প্রদানের দাবি তুলে ধরে।
প্রতিনিধি দলের পক্ষ থেকে টিএসএফ-এর সহ-সভাপতি জন দেববর্মা জানান, সমস্ত নথিপত্র সঠিকভাবে জমা দেওয়া সত্ত্বেও বহু জনজাতি ছাত্র-ছাত্রী এখনও পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ পাননি। বিশেষ করে বিএড কোর্সের পড়ুয়াদের একটি বড় অংশ বৃত্তি থেকে বঞ্চিত রয়েছেন। প্রতিবছরই একই সমস্যা দেখা দেয় বলে অভিযোগ করেন তিনি।
জন দেববর্মা আরও বলেন, “স্কলারশিপ প্রাপ্তির প্রক্রিয়া সম্পূর্ণ করার পরও বৃত্তি প্রদান না হওয়া জনজাতি কল্যাণ দফতরের বার্ষিক রুটিনে পরিণত হয়েছে। এতে বহু শিক্ষার্থী আর্থিক সমস্যায় পড়ছেন এবং পড়াশোনা বাধাগ্রস্ত হচ্ছে।”
এদিন প্রতিনিধি দলটি পরিস্থিতির দ্রুত সমাধানের দাবি জানায়। দফতরের আধিকারিক প্রতিনিধি দলটিকে আশ্বস্ত করেন যে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। টিএসএফ জানিয়েছে, দাবিপূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথেও নামতে পারে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ