ত্রিপুরা মানবাধিকার কমিশনের উদ্যোগে ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস পালিত হবে আগরতলায়
আগরতলা, ৮ ডিসেম্বর (হি.স.) : আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে আগামী ১০ ডিসেম্বর সকাল ১১টায় রাজধানী আগরতলায় গোর্খাবস্তস্থিত প্রজ্ঞাভবনে অনুষ্ঠান আয়োজন করছে ত্রিপুরা মানবাধিকার কমিশন। এবছর মানবাধিকার দিবসের মূল থিম নির্ধারণ করা হয়েছে— “হিউম্য
সাংবাদিক সম্মেলন


আগরতলা, ৮ ডিসেম্বর (হি.স.) : আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে আগামী ১০ ডিসেম্বর সকাল ১১টায় রাজধানী আগরতলায় গোর্খাবস্তস্থিত প্রজ্ঞাভবনে অনুষ্ঠান আয়োজন করছে ত্রিপুরা মানবাধিকার কমিশন। এবছর মানবাধিকার দিবসের মূল থিম নির্ধারণ করা হয়েছে— “হিউম্যান রাইটস : আওয়ার এভ্রিডে এসেনশিয়েলস”।

অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা পুলিশের মহাপরিদর্শক অনুরাগ, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী, ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা এবং আইন দফতরের সচিব শঙ্করী দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন বিচারপতি অরিন্দম লোধ।

এদিন শ্যামলীবাজারস্থিত মানবাধিকার কমিশনের কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে কমিশনের সচিব ধন বাবু রিয়াং অনুষ্ঠানের বিস্তারিত জানান এবং সকলকে উপস্থিত থাকার আহ্বান জানান। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা মানবাধিকার কমিশনে নিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর পালও উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande