
আগরতলা, ৮ ডিসেম্বর (হি.স.) : রাজধানী আগরতলায় আসন্ন প্রমো ফেস্টকে কেন্দ্র করে পাস সংগ্রহে জনসাধারণের মধ্যে দেখা গেল উচ্ছ্বাস-উদ্দীপনা। সোমবার সকাল থেকেই আগরতলা টাউন হল সংলগ্ন পর্যটন দফতরের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পাস সংগ্রহ করেন উৎসাহী মানুষজন।
১২ ডিসেম্বর পর্যটন দফতরের উদ্যোগে স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হবে প্রমো ফেস্টের সমাপ্তি অনুষ্ঠান। এই উপলক্ষ্যে সোমবার থেকেই শুরু হয়েছে পাস বিতরণ। প্রথমদিনেই এমন ভিড় দেখে দফতরের কর্মকর্তারাও আশাবাদী।
পাস নিতে লাইনে দাঁড়ানো এক মহিলা জানান, তাঁর দীর্ঘদিনের প্রিয় গায়ক জুবিন নৌটিয়ালকে কাছ থেকে দেখতেই তিনি ভোর থেকে লাইনে অপেক্ষা করছেন। অন্য এক ব্যক্তি বলেন, “জুবিন আমার ফেভারিট। তাঁকে লাইভ পারফর্ম করতে দেখার সুযোগ হাতছাড়া করতে চাই না।”
বিভিন্ন মহলের মতে, প্রথম দিনেই পাস সংগ্রহে এত মানুষের সাড়া প্রমাণ করে—সঙ্গীতপ্রেমী জনতার আগ্রহ এ বছর আরও বাড়তে চলেছে। প্রমো ফেস্টকে ঘিরে রাজধানীতে ইতোমধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ