বীজ বিল ও বিদ্যুৎ বিল বাতিলের দাবিতে আগরতলায় কংগ্রেসের বিক্ষোভ মিছিল
আগরতলা, ৮ ডিসেম্বর (হি.স.) : জনস্বার্থ বিরোধী বলে অভিযুক্ত বীজ বিল ও বিদ্যুৎ বিল বাতিলের দাবিতে সোমবার রাজধানী আগরতলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করল প্রদেশ কংগ্রেস। কর্মসূচিতে নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। কংগ্রেস
কংগ্রেসের বিক্ষোভ মিছিল


আগরতলা, ৮ ডিসেম্বর (হি.স.) : জনস্বার্থ বিরোধী বলে অভিযুক্ত বীজ বিল ও বিদ্যুৎ বিল বাতিলের দাবিতে সোমবার রাজধানী আগরতলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করল প্রদেশ কংগ্রেস। কর্মসূচিতে নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় প্রতিবাদ সভায় মিলিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী, রাজ্য মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রতিবাদ সভায় প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার শীতকালীন অধিবেশনে দশটি বিল পাসের চেষ্টা চালাচ্ছে, যার মধ্যে বীজ বিল ও বিদ্যুৎ বিল সর্বাধিক জনস্বার্থবিরোধী। কৃষক ও সাধারণ মানুষের স্বার্থ বিরোধী এই বিলগুলি সংখ্যাগরিষ্ঠতার জোরে পাস করানোর চেষ্টা করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।

তিনি বলেন, “দেশের বৃহৎ অংশের মানুষের স্বার্থবিরোধী এই বিলগুলি অবিলম্বে বাতিল করতে হবে। দেশজুড়ে কংগ্রেস প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছে, তারই অংশ এই রাজ্যস্তরের আন্দোলন।”

প্রতিবাদ সভায় নেতৃবৃন্দও দুটি বিলের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানান এবং কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন জোরদার করার আহ্বান জানান।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande