
ধর্মনগর (ত্রিপুরা), ৮ ডিসেম্বর (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে সোমবার দুপুরে অনুষ্ঠিত হল জেলা ভিত্তিক যুবশক্তি শঙ্খনাদ রেলি। সকাল ১১টায় রেলি শুরুর কথা থাকলেও সামান্য বিলম্বে যাত্রা শুরু হয়। যুব মোর্চার উদ্যোগে আয়োজিত এই রেলিতে অংশ নেন শত শত যুবক-যুবতী, বিজেপি কর্মী ও সমর্থকরা।
বিবিআই মাঠ থেকে শৃঙ্খলাবদ্ধভাবে রেলি যাত্রা শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে পুনরায় বিবিআই মাঠেই সমাপ্ত হয় কর্মসূচি। জেলার বিভিন্ন প্রান্ত থেকে যুব মোর্চার সদস্যরা এদিন উপস্থিত হন বিপুল সংখ্যায়।
রেলিতে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিজেপি সভাপতি কাজল দাস, সহ-সভাপতি জহর চক্রবর্তী, বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল নাথসহ জেলা ও মহকুমা স্তরের যুব মোর্চা এবং বিজেপি-এর নেতৃত্ব। রাস্তাজুড়ে স্লোগান ও উদ্দীপনায় জমে ওঠে এদিনের যুবশক্তি শঙ্খনাদ র্যালি।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ