
আমবাসা (ত্রিপুরা), ৮ ডিসেম্বর (হি.স.) : তপশিলি জাতি কল্যাণ, মৎস্য ও প্রাণীসম্পদ বিকাশ দফতরের উদ্যোগে সোমবার ধলাই জেলাশাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় ২০২৫-২৬ অর্থবর্ষের দ্বিতীয় পর্যায়ের জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রী সুধাংশু দাস।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, সহ-সভাধিপতি অনাদি সরকার, বিধায়ক শম্ভুলাল চাকমা, সংশ্লিষ্ট দফতরের উচ্চপদস্থ আধিকারিক ও জনপ্রতিনিধিরা।
সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুধাংশু দাস জানান, বাজেটে বরাদ্দকৃত অর্থের কাজ কতটা সম্পন্ন হয়েছে, কি কি কাজ বাকি রয়েছে এবং বিগত পর্যালোচনা বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলির অগ্রগতি—এই সব বিষয়ই বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। পাশাপাশি জেলার মাছ, মাংস ও ডিম উৎপাদনের অগ্রগতি এবং ঘাটতি নিয়েও পর্যালোচনা করা হয়। মন্ত্রী আরও জানান, উৎপাদন বৃদ্ধি ও উন্নয়নমূলক কাজ দ্রুততার সঙ্গে এগিয়ে নিতে সংশ্লিষ্ট দফতরগুলিকে যথাযথ নির্দেশ দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ