শিলিগুড়িতে স্কুল বাসের ধাক্কায় বৃদ্ধা মহিলার মৃত্যু
শিলিগুড়ি, ৮ ডিসেম্বর (হি.স.) : শিলিগুড়ির মাটিগাড়া থানা এলাকার হাসপাতাল মোড়ে একটি বেসরকারি স্কুল বাসের ধাক্কায় এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়েছে। মৃতের নাম দীপালি নন্দী (৭০)। সোমবার, বৃদ্ধা মহিলা রেললাইন পার হয়ে তিন রাস্তা মোড়ের দিকে যাচ্ছিলেন,
শিলিগুড়িতে স্কুল বাসের ধাক্কায় বৃদ্ধা মহিলার মৃত্যু


শিলিগুড়ি, ৮ ডিসেম্বর (হি.স.) : শিলিগুড়ির মাটিগাড়া থানা এলাকার হাসপাতাল মোড়ে একটি বেসরকারি স্কুল বাসের ধাক্কায় এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়েছে। মৃতের নাম দীপালি নন্দী (৭০)।

সোমবার, বৃদ্ধা মহিলা রেললাইন পার হয়ে তিন রাস্তা মোড়ের দিকে যাচ্ছিলেন, সেই সময় দ্রুতগামী একটি স্কুল বাসের ধাক্কায় তিনি আহত হন।

পুলিশ দ্রুত তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পুলিশ বাসটিকে শনাক্ত করার চেষ্টা করছে।

ঘটনার মাত্র এক সপ্তাহ আগে, ট্রাফিক ডিসিপি কাজী সামসুদ্দিন আহমেদ সমস্ত বেসরকারি স্কুলকে বাসের গতি নিয়ন্ত্রণ এবং অবহেলা প্রতিরোধের নির্দেশ দিয়েছিলেন। তা সত্ত্বেও, এই ধরনের দুর্ঘটনা স্কুল ব্যবস্থাপনার উদাসীনতা প্রকাশ করে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande