শীতে কাবু কাশ্মীর, ১৩-১৫ ডিসেম্বর তুষারপাতের পূর্বাভাস
শ্রীনগর, ৯ ডিসেম্বর (হি.স.): হাড় হিম করা ঠান্ডায় কাঁপছে সমগ্র কাশ্মীর উপত্যকা। জল জমে বরফ হওয়ার জোগাড়। শ্রীনগর, পহেলগাম, পুলওয়ামা সর্বত্রই হিমাঙ্কের নীচেই রয়েছে তাপমাত্রা। এমতাবস্থায় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১৩-১৫ ডিসেম্বর কাশ্মীরের বিভিন্ন স্থ
শীতে কাবু কাশ্মীর, ১৩-১৫ ডিসেম্বর তুষারপাতের পূর্বাভাস


শ্রীনগর, ৯ ডিসেম্বর (হি.স.): হাড় হিম করা ঠান্ডায় কাঁপছে সমগ্র কাশ্মীর উপত্যকা। জল জমে বরফ হওয়ার জোগাড়। শ্রীনগর, পহেলগাম, পুলওয়ামা সর্বত্রই হিমাঙ্কের নীচেই রয়েছে তাপমাত্রা। এমতাবস্থায় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১৩-১৫ ডিসেম্বর কাশ্মীরের বিভিন্ন স্থানে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে, তুষারপাত হবে হালকাই।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ১০-১২ ডিসেম্বর পর্যন্ত আবহাওয়ার বড় ধরনের কোনও পরিবর্তন দেখা যাবে না। আকাশ আংশিক মেঘলা থাকবে। কাশ্মীরে অধিকাংশ জায়গাতেই রাতের তাপমাত্রা থাকবে হিমাঙ্কের নীচে। পূর্বাভাসে আবহাওয়া দফতর জানিয়েছে, ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত উত্তর কাশ্মীর এবং মধ্য কাশ্মীরের উঁচু পাহাড়ে হালকা তুষারপাত হতে পারে। ১৬ ডিসেম্বর আকাশ আংশিক মেঘলা থাকবে এবং পরবর্তী তিন দিন, অর্থাৎ ১৮ ডিসেম্বর পর্যন্ত এমনই থাকবে। পূর্বাভাসে আরও জানানো হয়েছে, ১৯-২১ ডিসেম্বর পর্যন্ত জম্মু ও কাশ্মীরে মিশ্র আবহাওয়ার প্রবণতা দেখা যাবে। আকাশ মেঘলা থাকবে এবং কয়েকটি উঁচু পাহাড়ে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande