
নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.): সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী লেখেন, শ্রীমতি সোনিয়া গান্ধীজিকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।
শুধু প্রধানমন্ত্রীই নন, কংগ্রেস-সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরাও মঙ্গলবার সোনিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ঈশ্বরের কাছে সোনিয়ার দীর্ঘ ও সুস্থ জীবন প্রার্থনা করেছেন সবাই।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা