
ওয়াশিংটন, ৯ ডিসেম্বর (হি.স.): মেক্সিকোর ওপর অতিরিক্ত শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অতিরিক্ত ৫ শতাংশ শুল্ক চাপানোর কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট। মেক্সিকোর বিরুদ্ধে জলবণ্টন চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে আমেরিকা। আর তাই অতিরিক্ত ৫ শতাংশ শুল্ক চাপানোর কথা ভাবছেন ট্রাম্প।
ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্টে ট্রাম্প লিখেছেন, আমেরিকা চাইছে ৩১ ডিসেম্বরের আগে মেক্সিকো ২০০,০০০ একর-ফুট জল ছেড়ে দিক এবং বাকিটা শীঘ্রই আসুক। এখনও পর্যন্ত, মেক্সিকো কোনও সাড়া দিচ্ছে না এবং এটি আমাদের মার্কিন কৃষকদের প্রতি অত্যন্ত অন্যায্য, যারা এই অত্যন্ত প্রয়োজনীয় জলের দাবিদার।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা