উত্তরে জাঁকিয়ে শীত, দক্ষিণ ভারতে ভারী বৃষ্টির পূর্বাভাস
নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.): কনকনে ঠান্ডায় কাঁপছে দেশের উত্তর ভারতের বিভিন্ন রাজ্য। জমজমাট ঠান্ডা দিল্লি, উত্তর প্রদেশ, পঞ্জাব ও হরিয়ানায়। আবার শীতে কাঁপছে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীর। এমতাবস্থায় ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ ভা
উত্তরে জাঁকিয়ে শীত, দক্ষিণ ভারতে ভারী বৃষ্টির পূর্বাভাস


নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.): কনকনে ঠান্ডায় কাঁপছে দেশের উত্তর ভারতের বিভিন্ন রাজ্য। জমজমাট ঠান্ডা দিল্লি, উত্তর প্রদেশ, পঞ্জাব ও হরিয়ানায়। আবার শীতে কাঁপছে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীর। এমতাবস্থায় ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ ভারতে। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, তামিলনাড়ু, পুদুচেরি এবং করাইকালে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আইএমডি আরও জানিয়েছে, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ওড়িশা, পঞ্জাবে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আগামী দুই থেকে তিন দিন হরিয়ানা, রাজস্থান, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া এবং দিল্লিতে একই রকম পরিস্থিতি বিরাজ করবে। আগামী দুই দিন পূর্ব উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশ এবং ওড়িশায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। আইএমডি জানিয়েছে, আগামী দুই দিন উত্তর-পশ্চিম ভারতে এবং আগামী চার দিন মহারাষ্ট্রে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande