কোচবিহারের পুজোয় উঠে এল এক টুকরো কলকাতা, ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা
পারডুবি, ১৩ অক্টোবর (হি. স.): কোচবিহারের দুর্গাপুজোয় উঠে এসেছে এক টুকরো কলকাতা। মাথাভাঙ্গা ২ ব্লকের
কোচবিহারের পুজোয় উঠে এল এক টুকরো কলকাতা, ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা


পারডুবি, ১৩ অক্টোবর (হি. স.): কোচবিহারের দুর্গাপুজোয় উঠে এসেছে এক টুকরো কলকাতা। মাথাভাঙ্গা ২ ব্লকের পারডুবি গ্রাম পঞ্চায়েতের হিন্দুস্তান মোড়ে ব্যবসায়ী সমিতির ৩৯ তম পুজোর থিম কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থান।রয়েছে দক্ষিণেশ্বর কালীমন্দির, কলকাতা হাইকোর্ট, ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজ। আর এই পুজো দেখতেই ভিড় জমাচ্ছেন বিপুল সংখ্যায় দর্শনার্থী।

ব্যবসায়ী সমিতির সম্পাদক অমূল্য মণ্ডল জানান, হিন্দুস্থান মোড় বাজার সংলগ্ন এলাকার মাঠে থিমের সঙ্গে সামঞ্জস্যতা বজায় রেখে গোটা পুজো মন্ডপ সহ বাজার চত্বরের বেশ কিছু এলাকা রঙিন আলোক সজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। যা সকলের নজর কেড়েছে। মন্ডপের পাশাপাশি প্রতিমাতেও অভিনবত্ব এনেছেন উদ্যোক্তারা। হিন্দুস্থান সমাচার / কাকলি


 rajesh pande